+880 1834 61 00 28 ipdi.helo@gmail.com

হেলো-আইপিডিআই ফাউন্ডেশনের উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতা ক্যাম্পেইন

৩১শে অক্টোবর ২০২৪ হেলো-আইপিডিআই ফাউন্ডেশনের উদ্যোগে বসুন্ধরা শপিং সেন্টারে অনুষ্ঠিত হয় স্তন ক্যান্সার সচেতনতা ক্যাম্পেইন। হেলো-আইপিডিআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মহসীন আহমদের সভাপতিত্বে উক্ত ক্যাম্পেইনে হেলো-আইপিডিআই ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবী প্রতিনিধিদল সহ সর্বস্তরের প্রায় পাঁচশত মানুষ অংশগ্রহণ করেন।


© IPDI Foundation. All Rights Reserved. Developed by Klay Technologies