+880 1834 61 00 28 ipdi.helo@gmail.com

সিপিআর সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

হেলো – আইপিডিআই ফাউন্ডেশন সর্বসাধারণের মাঝে “সিপিআর সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি” গ্রহন করেছে। কার্ডিয়াক এরেষ্ট থেকে বাচাতে হলে অতি দ্রুত ( ৬ মিনিটের মধ্যে) সিপিআর শুরু করতে হবে। অত্যন্ত দুক্ষজনক হলে ও সত্যি যে, বাংলাদেশে মাত্র ২ ভাগ মানুষ সিপিআর সম্পর্কে জানেন আর ১ ভাগের ও কম মানুষ সঠিক ভাগে সিপিআর দিতে পারেন।

এই ধারাবাহিকতায় গতকাল ২৭শে অক্টোবর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সরাসরি “সিপিআর সচেতনতা ও প্রশিক্ষণ” কর্মসূচির আয়োজন করা হয় এবং জুমের মাধ্যমে ১৬৫ টি শাখার কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নিয়েছেন। আইপিডিআই ফাউন্ডেশন ইসলামী ব্যাংকের সহযোগীতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে।

আপনারা বিনা খরচে এই প্রশিক্ষণ নিতে চাইলে (কমপক্ষে ৩০ জনের গ্রুপ হতে হবে) আমাদের সাথে যোগাযোগ করুন: +8801867090929


© IPDI Foundation. All Rights Reserved. Developed by Klay Technologies