+880 1834 61 00 28 ipdi.helo@gmail.com

সিপিআর সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি – ২৩ ডিসেম্বর ২০২২

হেলো – আইপিডিআই ফাউন্ডেশন সর্বসাধারণের মাঝে “সিপিআর সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি” গ্রহণ করেছে। কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে হলে অতি দ্রুত ( ৬ মিনিটের মধ্যে) সিপিআর শুরু করতে হবে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে, বাংলাদেশে মাত্র ২ ভাগ মানুষ সিপিআর সম্পর্কে জানেন আর ১ ভাগেরও কম মানুষ সঠিক ভাগে সিপিআর দিতে পারেন।

এই সীমাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যেই হেলো-আইপিডিআই ফাউন্ডেশনের দেশব্যাপী সিপিআর সচেতনতা ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। এরই ধারাবাহিকতায় আগামী ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার পূর্বাচল সি-শেল পার্কে সিপিআর প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে।


© IPDI Foundation. All Rights Reserved. Developed by Klay Technologies