শিশু পরিবারে স্বাস্থ্যসেবার দায়িত্ব নিল ‘হেলো’
তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সরকারি শিশু পরিবারে বালিকাদের স্থায়ী স্বাস্থ্যসেবার দায়িত্ব নিল ‘হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো)। শনিবার কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।
ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী, অধ্যাপক আবদুল্লাহ শাহরিয়ার, ডা. মহসীন আহমেদ, অ্যাডভোকেট আবু রেজা কাইয়ুম খান, ড. মো. আসিফুর রহমান, মো. জহিরুল ইসলাম, মো. কামরুল ইসলাম চৌধুরী, মো. রুকুনল হক ও ঝর্ণা জাহান।
অনুষ্ঠানে হেলো’র প্রতিষ্ঠাতা ও সিইও ডা. মহসীন আহমদ হেলো’র পরিচিতি তুলে ধরে বলেন, মানবতার জন্য দাতব্য, গবেষণা ও সচেতনতা এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে হেলো। প্রতিষ্ঠার শুরু থেকেই দেশব্যাপী হেলো বিভিন্ন দাতব্য কর্মসূচি পালন করে এসেছে। এরই ধারাবাহিকতায় সরকারি শিশু পরিবারে এই স্থায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রমের সূচনা। হেলো’র এই কার্যক্রম স্থায়ীভাবে চলবে। অনুষ্ঠানে ডা. মাহবুবা আক্তার চৌধুরী, ডা. গৌতম চন্দ্র সাহা ও ডা. মো. গোলাম সাব্বির স্বাস্থ্য বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং অনুষ্ঠান শেষে শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।
হেলো দেশব্যাপী হৃদরোগ বিষয়ক সচেতনতার প্রসার এবং জনহিতৈষী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যেই ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের পূর্ণ সদস্যপদ অর্জন করেছে।
Source: https://www.jugantor.com/todays-paper/second-edition/706506/