+880 1834 61 00 28 ipdi.helo@gmail.com

ঢাবি শিক্ষার্থীদের সিপিআর প্রশিক্ষণ দিল হেলো-আইপিডিআই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেলো-আইপিডিআই ফাউন্ডেশন এবং বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা অনুষদের যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়েছে। অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা অনুষদের অধ্যাপক ড. সালমা চৌধুরী।

হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের সভাপতি অ্যাডভোকেট আবু রেজা মো. কাইউম খান, হেলো-আইপিডিআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি জেনারেল হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মহসীন আহমদ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী বলেন, প্রতিবছর প্রায় ১৮ মিলিয়ন মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

এর মধ্যে একটি বড় অংশই শুধু কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মারা যায়। কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর অন্যতম উপায় হলো সিপিআর। কোনো ধরনের ডাক্তারিবিদ্যা ছাড়াই যেকোনো মানুষের পক্ষে সিপিআর পদ্ধতি শেখা সম্ভব। জনসাধারণের মাঝে সিপিআরের সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই হেলো-আইপিডিআই এমন উদ্যোগ গ্রহণ করেছে।
হেলো-আইপিডিআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মহসীন আহমেদ ‘কার্ডিয়াক অ্যারেস্ট ও সিপিআর’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন শেষে বলেন, ‘কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচানোর পেছনে সিপিআরের ভূমিকা অনস্বীকার্য। উন্নত বিশ্বে এই গুরুত্ব সঠিকভাবে উপলব্ধ হয়েছে বিধায় সেখানে সিপিআর প্রশিক্ষণের ব্যাপারে সচেতনতা সহজেই প্রতীয়মান হয়। অন্যদিকে আমাদের দেশে কার্ডিয়াক অ্যারেস্ট এবং সিপিআর সম্পর্কে জনসাধারণের ধারণা না থাকায় এ ধরনের কোনো উদ্যোগ পরিলক্ষিত হয় না। এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার লক্ষ্যেই হেলো-আইপিডিআই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। কার্ডিয়াক অ্যারেস্টে জীবন বাঁচায় সিপিআর, ঘরে ঘরে হোক এর ট্রেনিং সেন্টার―এই অঙ্গীকার নিয়ে আমাদের আজকের এই কর্মশালার আয়োজন। ‘

অনুষ্ঠানে উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করে এমন একটি মহৎ উদ্যোগ হাতে নেওয়ায় হেলো-আইপিডিআই ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভাপতি অধ্যাপক ড. সাইফুল ইসলাম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, উক্ত কর্মশালায় আইপিডিআই ফাউন্ডেশনের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আসিফ জামান তুষার, ডা. মাহবুবা আক্তার চৌধুরী ও ডা. শিবলী শাহেদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে হাতে-কলমে সিপিআর প্রশিক্ষণ দেন।

Source: https://www.kalerkantho.com/online/national/2022/06/21/1157585


© IPDI Foundation. All Rights Reserved. Developed by Klay Technologies