+880 1834 61 00 28 ipdi.helo@gmail.com

গবেষণার জন্য পুরস্কার পেল আইপিডিআই ফাউন্ডেশন

স্বাস্থ্যসেবায় মৌলিক গবেষণার জন্য পুরস্কার পেল বেসরকারি গবেষণা সংস্থা আইপিডিআই ফাউন্ডেশন। বুধবার (১৯ জুলাই) রাজধানীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির জেনারেল সেক্রেটারি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মহসীন আহমদের হাতে সম্মাননা তুলে দেন বিশিষ্টজনেরা।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক মৌলিক গবেষণাবিষয়ক ‘ডেভেলপমেন্ট অব এ ট্রান্সলেশন রিসার্চ ইন বাংলাদেশ’ ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামের এটি প্রথম আয়োজন।

কর্মশালায় সারা দেশ থেকে ৫ শতাধিক গবেষণায় উৎসাহী চিকিৎসক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মালয়েশিয়া থেকে ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এ ছাড়া অধ্যাপক মাহমুদুল হাসান, অধ্যাপক এম এ ফয়েজ, অধ্যাপক মোদাচ্ছের আলী, অধ্যাপক আজিজ এমপি, অধ্যাপক দীন মোহাম্মদ, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক টিটু মিয়াসহ আরও অনেক বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

 

স্বাচিপের সভাপতি ডা. জামাল উদ্দিনের সভাপতিত্বে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও বাংলাদেশের গবেষকরা তাদের প্রবন্ধ উপস্থাপন করেন।

জামাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী চিকিৎসকদের গবেষণার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। এই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। বাংলাদেশে মৌলিক গবেষণার হার একেবারেই কম, এই ওয়ার্কশপে বাংলাদেশি চিকিৎসকদের গবেষণার ক্ষেত্রে উৎসাহ জোগাবে এবং মৌলিক চিকিৎসা গবেষণার নতুন যুগে যাত্রা করবে।

স্বাচিপের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন দেশি ও বিদেশি গবেষকদের অংশগ্রহণে সার্থকভাবে ওয়ার্কশপ অনুষ্ঠিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।

ডা. মহসীন আহমদ বলেন, আইপিডিআই ফাউন্ডেশন তরুণ চিকিৎসকদের পেশাগত দক্ষতার পাশাপাশি মৌলিক গবেষণা ও দেশের বিভিন্ন রোগের তথ্য-উপাত্ত সংগ্রহ করে থাকে। মৌলিক গবেষণাবিষয়ক এত সুন্দর আয়োজনের জন্য স্বাচিপকে ধন্যবাদ।

Source: https://www.kalbela.com/national/8733


© IPDI Foundation. All Rights Reserved. Developed by Klay Technologies