খুলনায় সাউথ বেঙ্গল কার্ডিওভাস্কুলার সামিট অনুষ্ঠিত
খুলনার হোটেল ক্যাসেল সালামে সাউথ বেঙ্গল কার্ডিওভাস্কুলার সামিট ২০২৩-এর আয়োজন করে আইপিডিআই ফাউন্ডেশন। আজ শুক্রবার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল সাফী মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিক্যাল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. দীন-উল ইসলাম এবং শহীদ শেখ আবু নাসের স্পেশালাইজড হসপিটালের সম্মানিত পরিচালক ডা. শেখ আবু শাহীন। সম্মানিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক এস এম কামরুল হক, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল সাফী মজুমদার বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও হৃদরোগী এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই বিপুল জনগোষ্ঠীকে হৃদরোগের মর্মান্তিক পরিণতি থেকে বাঁচাতে দক্ষ চিকিৎসক তৈরির বিকল্প নেই। আর দক্ষ পেশাজীবী চিকিৎসক তৈরিতে নিয়মিতভাবে বৈজ্ঞানিক কনফারেন্সের আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ। আইপিডিআই ফাউন্ডেশনের আজকের সাউথ বেঙ্গল কার্ডিওভাস্কুলার সামিট ২০২৩-এর এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আইপিডিআই ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ডা. মহসীন আহমদ তার স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আইপিডিআই ফাউন্ডেশন নিয়মিতভাবে হৃদরোগ প্রতিরোধে এবং তরুণ চিকিৎসকদের দক্ষতা ও তাদের জ্ঞানগত ভিত্তি জোরদার করার লক্ষ্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে। এরই ধারাবাহিকতায় এই সাউথ বেঙ্গল কার্ডিওভাস্কুলার সামিট ২০২৩-এর আয়োজন।
সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী তাঁর সমাপনী বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগ নির্মূলে বৈজ্ঞানিক গবেষণা এবং এ বিষয়ক নানা সেমিনার এবং কনফারেন্সের আয়োজন করে আসছে। ভবিষ্যতেও আইপিডিআই তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশা করেন।
কনফারেন্সে দেশের এবং দেশের বাইরের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞরা তাদের বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ করেন। দক্ষিণবঙ্গের প্রায় আড়াই শ চিকিৎসক কনফারেন্সে উপস্থিত ছিলেন।
আইপিডিআই ফাউন্ডেশন মূলত হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের একটি সহযোগী সংগঠন। দেশব্যাপী হৃদরোগ বিষয়ক সচেতনতার প্রসার এবং জনহিতৈষী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সংগঠনটি ইতোমধ্যেই ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের পূর্ণ সদস্যপদ অর্জন করেছে।
Source: https://www.kalerkantho.com/online/country-news/2023/01/06/1220223