+880 1834 61 00 28 ipdi.helo@gmail.com

কার্ডিয়াক এরেষ্টে সিপিআর, ঘরে ঘরে হোক ট্রেনিং সেন্টার

“কার্ডিয়াক এরেষ্টে সিপিআর, ঘরে ঘরে হোক ট্রেনিং সেন্টার”

এই লক্ষ্যে হেলো আইপিডিআই ফাউন্ডেশন নিরলস কাজ করে যাচ্ছে। স্কুল- কলেজের পাঠ্যক্রমে সিপিআর অন্তর্ভুক্তিকরন হেলো আইপিডিআই ফাউন্ডেশনের দাবী।

এই ধারাবাহিকতায় আজ ২৪শে জুন ২০২৪ সকাল ১১টায় জাতীয় সংসদের শপথ গ্রহণের কক্ষে আয়োজন করা হয়েছে “কার্ডিয়াক এরেষ্ট ও সিপিআর সচেতনতা এবং প্রশিক্ষণ কর্মশালা”। এতে মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি, মাননীয় স্বাস্থ্য মন্ত্রী ডা: সামন্তলাল সেন বিশেষ অতিথি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন।

আশা করছি, এই অনুষ্ঠান আমাদের স্বপ্ন বাস্তবায়নে বিশেষ ভুমিকা রাখবে।


© IPDI Foundation. All Rights Reserved. Developed by Klay Technologies