কার্ডিয়াক এরেষ্টে সিপিআর, ঘরে ঘরে হোক ট্রেনিং সেন্টার
এই লক্ষ্যে হেলো-আইপিডিআই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় আজ ২৩ই মে ২০২৪ মাননীয় স্পিকার জনাব শিরিন শারমীন চৌধুরীর আমন্ত্রণে জাতীয় সংসদ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হলো। কার্ডিয়াক এরেষ্ট, সিপিআর সচেতনতা এবং প্রশিক্ষণ এখন থেকে নিয়মিতভাবে সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। মাননীয় স্পিকার সারাদেশে এই কর্মসূচি ছড়িয়ে দেয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। মাননীয় সংসদ সদস্য আইপিডিআই ফাউন্ডেশনের উপদেষ্টা ডাঃ মোঃ তৌহিদুজ্জামান, চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আবদুল ওয়াদুদ চৌধুরী, সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাঃ মহসীন আহমদ, হেলো সভাপতি এডভোকেট কাইয়ুম রেজা খান ও পরিচালক ডাঃ শিবলী শাহেদ মিটিং এ উপস্থিত ছিলেন।