আইপিডিআই ফাউন্ডেশনের প্রিভেন্টিভ কার্ডিওকন অনুষ্ঠিত
প্রিভেন্টিভ কার্ডিওলজির আন্তর্জাতিক কনফারেন্স আইপিডিআই প্রিভেন্টিভ কার্ডিওকন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা ক্লাবে এর আয়োজন করে আইপিডিআই ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আইপিডিআই ফাউন্ডেশন প্রকাশিত আইপিডিআই হাইপারটেনশন ম্যানুয়ালের মোড়ক উম্মোচন করেন।
অধ্যাপক আব্দুল মালিক উচ্চ রক্তচাপকে বর্তমান বিশ্বে অন্যতম পাবলিক হেলথ চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক যা বিশ্বব্যাপী হৃদরোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়িয়ে তুলছে। উচ্চরক্তচাপ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে তিনি চিকিৎসকগোষ্ঠীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে পরামর্শ দেন।আব্দুল মালিক আরো জানান, উচ্চ রক্তচাপ মোকাবেলায় বৈজ্ঞানিকভাবে নির্ভুল এমন একটি নির্দেশিকা প্রকাশ করে আইপিডিআই ফাউন্ডেশন অনুকরণযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আইপিডিআই ফাউন্ডেশনের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আইপিডিআই ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মহসীন আহমদ তাঁর স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগ প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছে। এছাড়াও তরুণ চিকিৎসকদের পেশাগত উন্নয়নে নিয়মিতভাবে বৈজ্ঞানিক সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে যাচ্ছে আইপিডিআই ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় উচ্চরক্তচাপ প্রতিরোধে আমরা হাইপারটেনশন ম্যানুয়াল প্রকাশ করেছি।
চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে তরুণ চিকিৎসকরা এতে উপকৃত হবে বলেই আমাদের বিশ্বাস।সবশেষে অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী তাঁর সমাপনী বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই আইপিডিআই ফাউন্ডেশন হৃদরোগ নির্মূলে বৈজ্ঞানিক গবেষণা এবং এ-বিষয়ক নানা সেমিনার এবং কনফারেন্সের আয়োজন করে আসছে। ভবিষ্যতেও আইপিডিআই তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। এরপর উপস্থিত সবার সুস্বাস্থ্য কামনা করে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
কনফারেন্সে হৃদরোগে গবেষণায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী ও অধ্যাপক ডা. জাকির হোসেনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
সারা দেশের দুই শতাধিক চিকিৎসক কনফারেন্সে উপস্থিত ছিলেন।আইপিডিআই ফাউন্ডেশন মূলত হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের একটি সহযোগী সংগঠন। দেশব্যাপী হৃদরোগ বিষয়ক সচেতনতার প্রসার এবং জনহিতৈষী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সংগঠনটি ইতোমধ্যেই ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের পূর্ণ সদস্যপদ অর্জন করেছে।
Sorce: https://www.kalerkantho.com/online/miscellaneous/2023/09/30/1322618